সর্বশেষ :

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাটলারের অনুপস্থিতি, নেতৃত্বে কে?


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৪ । ৫:৪৯ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাটলারের অনুপস্থিতি, নেতৃত্বে কে?
সংগৃহীত ছবি

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন। পায়ের পেশির চোট থেকে এখনও সেরে না ওঠায় তিনি এই সিরিজে খেলতে পারছেন না। বাটলারের জায়গায় দলের নেতৃত্ব দেবেন ফিল সল্ট। তবে ওয়ানডে সিরিজে বাটলারের ফেরার সম্ভাবনা রয়েছে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছিল। এরপর ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের প্রস্তুতির সময় চোট পান তিনি। টি-টোয়েন্টি সিরিজের জন্য ইংল্যান্ডের ঘোষিত স্কোয়াডে সল্টকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন গত বছর মার্চে বাংলাদেশের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলা জফ্রা আর্চার। নতুন মুখ হিসেবে ব্যাটার জ্যাকব বেথেল ও পেসার জন টার্নার দুটো সংস্করণেই ডাক পেয়েছেন, এবং অলরাউন্ডার ড্যান মোসলি যুক্ত হয়েছেন টি-টোয়েন্টি স্কোয়াডে।

আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর, ১৯ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: ফিল সল্ট (অধিনায়ক), জফ্রা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মোসলি, জেমি ওভারটন, আদিল রাশিদ, রিস টপলি এবং জন টার্নার।

ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি এবং জন টার্নার।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০