সর্বশেষ :

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের কম্পিউটার ফরেনসিক পরীক্ষার অনুমতি পেল দুদক


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৪ । ১১:৪১ পূর্বাহ্ণ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের কম্পিউটার ফরেনসিক পরীক্ষার অনুমতি পেল দুদক
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটারের সিপিইউ ফরেনসিক ল্যাবে পরীক্ষার অনুমতি পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

গত বুধবার (৪ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই অনুমতি দেন। দুদকের পক্ষে এই আবেদন করেন কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম।

দুদক সূত্রে জানা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও অন্যান্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি ও নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগের তদন্ত চলছে। অনুসন্ধানকারী দল গোপন সূত্রে জানতে পারে যে, মন্ত্রীর এপিএস মনির হোসেনের কম্পিউটারে ঘুষের বিনিময়ে বদলি ও পদোন্নতির তদবিরসহ বিভিন্ন অবৈধ লেনদেনের তথ্য থাকতে পারে।

এই তথ্যের ভিত্তিতে, গত ২২ আগস্ট সচিবালয়ে মনির হোসেনের দপ্তরের কম্পিউটার সিপিইউ জব্দ করা হয়। জব্দ করার সময় কম্পিউটারের হার্ডডিস্ক এবং এসএসডি ব্ল্যাংক অবস্থায় পাওয়া যায়। তবে দুদক মনে করে, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে সেই ডিভাইসগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা সম্ভব হতে পারে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০