সশস্ত্র বাহিনীর বীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। এরপর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে বৈঠক করেন। একই রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান ও রাজনৈতিক দলের নেতাদের আলোচনা হয়। পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের গঠনের ঘোষণা দেন।
অবশেষে, ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়, এবং ৮ আগস্ট তিনি দায়িত্ব গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :