২০১৬ সালে ভুটানের বিপক্ষে ৩-১ গোলের হারের পর দীর্ঘ ৮ বছর মুখোমুখি হয়নি বাংলাদেশ-ভুটান। অবশেষে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চ্যাংলিমিথাং স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেই পরাজয়ের প্রতিশোধ নিলো জামাল-তপুরা।
ম্যাচের একমাত্র গোলটি আসে পঞ্চম মিনিটে, যেখানে তরুণ ফুটবলার মোরসালিন সুযোগটি কাজে লাগান। ডান দিক থেকে বাংলাদেশের ক্রসে ভুটানি গোলরক্ষক বল ধরতে ব্যর্থ হলে, বল মোরসালিনের পায়ে গিয়ে পড়ে। মোরসালিন সহজেই বল জালে পাঠান।
এরপর ভুটান সমতা ফেরানোর কিছু সুযোগ পেলেও, গোলরক্ষক মিতুলের দৃঢ় প্রতিরোধের কারণে সফল হয়নি। বিশেষ করে ১৯ মিনিটে অধিনায়ক নিমা ওয়াংদির শট মিতুল আটকে দেন, আর কর্নার থেকে ইয়েশিয়ে গেইলশেনের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধের শেষদিকে রাকিব হোসেন মাঠে পড়ে গেলে কিছুটা বিভ্রান্তি দেখা দেয়, তবে পরে জানা যায় তিনি পায়ে চোট পেয়েছিলেন। বিরতির পর স্বাগতিক ভুটান গোলের জন্য মরিয়া হলেও ফিনিশিংয়ের অভাবে সফল হতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :