সর্বশেষ :

গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৪ । ১২:০০ অপরাহ্ণ
গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা
সংগৃহীত ছবি

গাজীপুরের পোশাক শিল্প এলাকায় অস্থিরতা কমতে শুরু করায় আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে শ্রমিকরা আবারও তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এর ফলে কারখানাগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। নিরাপত্তা নিশ্চিতে শিল্পনগরীর বিভিন্ন মোড়ে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

সকালে টঙ্গী বিসিক, ভোগরা বাইপাস, বাঘের বাজার ও মাওনা এলাকায় সরেজমিনে শ্রমিকদের কর্মস্থলে যেতে দেখা যায়। গাজীপুর শিল্প পুলিশের এসপি সারওয়ার আলম জানান, সকাল থেকে পরিস্থিতি শান্ত রয়েছে এবং শ্রমিকরা নিয়মিত কাজে ফিরছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।

এর আগে বুধবার (৪ সেপ্টেম্বর) গাজীপুরে কিছু এলাকায় শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে এবং কয়েকটি কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করবে, ফলে পোশাকশিল্পের কার্যক্রম অব্যাহত থাকবে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০