সর্বশেষ :

কোটা সংস্কার আন্দোলনের শহিদদের স্মরণে আজ সারাদেশে ‘শহিদি মার্চ’


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৪ । ১২:৩৭ অপরাহ্ণ
কোটা সংস্কার আন্দোলনের শহিদদের স্মরণে আজ সারাদেশে ‘শহিদি মার্চ’
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত শহিদদের স্মরণে আজ সারা দেশে ‘শহিদি মার্চ’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

আজকের এই ‘শহিদি মার্চ’ কর্মসূচি পালন করা হচ্ছে আন্দোলনের এক মাস পূর্তি উপলক্ষে, যেখানে শহিদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সম্মান জানানো হবে। সারজিস আলম বলেন, “বৃহস্পতিবার ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আমরা এ কর্মসূচি পালন করছি। সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যারা আহত হয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে আমরা এই মার্চ আয়োজন করছি।”

ঢাকায় বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই মার্চ শুরু হয়ে নীলক্ষেত, নিউমার্কেট, মিরপুর রোড, মানিক মিয়া এভিনিউ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

অনুষ্ঠানে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “এই আন্দোলনের শহিদদের স্মৃতি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যারা এই আন্দোলনকে দমিয়ে রাখতে চেয়েছেন, তাদের রাজনৈতিক চিন্তাধারাকে আমরা চ্যালেঞ্জ করছি। শহিদদের প্রতি আমাদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা রয়েছে।”

শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ন্যায়বিচারের দাবি জানিয়ে এই কর্মসূচি সারা দেশে ব্যাপকভাবে পালন করার পরিকল্পনা নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০