সাতক্ষীরার তালা উপজেলায় বন্ধুর সঙ্গে খেলতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া হোসেন আলী (১৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে কপোতাক্ষ নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিকাল ৫টার দিকে ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় সে।
হোসেন আলী তালা উপজেলার কুমিরা এলাকার আলতাফ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে হোসেনসহ তিন শিশু কপোতাক্ষ নদীর ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দেয়। দুটি শিশু ফিরে এলেও হোসেন নিখোঁজ ছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ খোঁজাখুঁজির পর নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।
পাটকেলঘাটা থানার ওসি হাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিস নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :