আজ ৫ সেপ্টেম্বর, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৩তম শাহাদাতবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে যশোরের গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন তিনি। তাঁর অসীম সাহসিকতা ও আত্মত্যাগের জন্য তাকে স্বাধীনতার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।
১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে জন্ম নেওয়া নূর মোহাম্মদ, ১৯৫৯ সালে পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগদান করেন, যা বর্তমানে বিজিবি নামে পরিচিত। ১৯৭১ সালে যশোরের শার্শা অঞ্চলে পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে শত্রুদের প্রতিহত করতে গিয়ে জীবন উৎসর্গ করেন।
নূর মোহাম্মদের স্মৃতি রক্ষার্থে নূর মোহাম্মদ নগরে স্মৃতিস্তম্ভ, গ্রন্থাগার, এবং স্কুল-কলেজ নির্মাণ করা হয়েছে। নড়াইল শহরে তার নামে একটি স্টেডিয়ামও রয়েছে। তাঁর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা ২০১৮ সালে মৃত্যুবরণ করেন, আর তার সন্তানরা নড়াইল ও যশোরে বসবাস করছেন।
আপনার মতামত লিখুন :