সর্বশেষ :

অবশেষে পদত্যাগ করলেন সিইসি আউয়াল


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৪ । ১২:০৯ অপরাহ্ণ
অবশেষে পদত্যাগ করলেন সিইসি আউয়াল
সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচজন কমিশনার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে সিইসি আউয়াল তার পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনের পর নির্বাচন কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন বলে জানা গেছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকেই কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগের দাবি জোরালো হতে থাকে। বর্তমান পরিস্থিতিতে কমিশনের সদস্যরা পদত্যাগ করার সিদ্ধান্তে একমত হয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

তবে তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন, নাকি সরকারের কোনো সিদ্ধান্ত রয়েছে, তা নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত আজ সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন আউয়াল।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি শপথ নেয়া কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য দায়িত্বে ছিল। তবে গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অধিকাংশ রাজনৈতিক দল অংশ না নেওয়ায় এই কমিশন ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০