দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশের বাংলাদেশ দূতাবাসের ৩৮ কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সম্পূর্ণ সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দুদকের পক্ষ থেকে ৩৮ কর্মকর্তার তথ্য চাওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং কোনো বিভ্রান্তি থাকলে তা দূর করা হবে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, অডিট আপত্তি এবং দুর্নীতি এক বিষয় নয়, এবং যেকোনো ধরনের সহযোগিতা প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত আছে। তিনি আরও বলেন, “আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছি এবং এ ব্যাপারে দুদকের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করা হবে।”
রাষ্ট্রদূতদের ফেরত আসার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ইতিমধ্যেই রিকল করা হয়েছে, এবং তাদের মধ্যে তিনজনের চুক্তি বাতিল করা হয়েছে। বাকি কর্মকর্তাদের চার সপ্তাহের মধ্যে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, আত্মসাৎ এবং সরকারের আর্থিক ক্ষতির অভিযোগে ১০টি দূতাবাসের ৩৮ কর্মকর্তা-কর্মচারীর তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় দুদক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, চীন, দুবাই, ইতালি, সুইজারল্যান্ড ও ফিলিপাইনের বিভিন্ন বাংলাদেশি দূতাবাস বা হাইকমিশনে কর্মরত এসব কর্মকর্তার বর্তমান ও পূর্ববর্তী কর্মস্থলের তথ্য ১০ সেপ্টেম্বরের মধ্যে চাওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :