দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্তার ঘটনা অব্যাহত রয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়, যা দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, ও স্কুলে শিক্ষকদের পদত্যাগ বা অপসারণের ঘটনা ঘটছে, যা বর্তমানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
জেলা প্রশাসকদের শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ তদারকি এবং প্রয়োজন হলে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো ও অন্যান্য হেনস্তার ঘটনা মেনে নেওয়া হবে না।
এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদও উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিক্ষকদের হেনস্তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, দুর্নীতি ও অপকর্মে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বেআইনি কার্যকলাপে জড়িত ও শৃঙ্খলাভঙ্গকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সচেতন থাকার পরামর্শও দেওয়া হয়েছে, এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :