যশোরে ৭ কেজি ৮০০ গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব – ৬, সিপিসি – ৩। বুধবার দিবাগত রাতে র্যাব – ৬ এর একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোরের কোতয়ালী থানাধীন ইছালী ইউনিয়নের হুদা রাজাপুর গ্রামের প্রভিটা হ্যাচারি চিকস্ লিমিটেড ইউনিট ৩ এর সামনে অভিযান চালিয়ে রায়হান সুলতান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তিনি যশোর সদরের ইছালী ইউনিয়নের শহিদুল ইসলামের পুত্র। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নিকট হতে ৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :