কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি ২০২২ সালে বিশ্বকাপ শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে ঘুমানোর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন। এবার সেই অনুকরণ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পাকিস্তানের মাটিতে টাইগারদের প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে ঘুমালেন শান্ত, আর সেই মুহূর্তটি তিনি শেয়ার করলেন নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে পোস্ট করা ছবির ক্যাপশনে শান্ত শুধু লিখেছেন, ‘শুভ সকাল।’ তবে এই ছবি দেখে ক্রিকেটভক্তদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ কেউ প্রশংসা করলেও অনেকেই সমালোচনা করেছেন।
এক ক্রিকেটভক্ত মন্তব্য করেছেন, ‘জিরো পারফর্মমেন্স, শতভাগ সেলিব্রেশন।’ আরেকজনের মন্তব্য ছিল, ‘মেসি বিশ্বকাপ জিতে এমন ছবি দেন, আর এই বেচারা একটা সিরিজ জিতে এমনটা করছে?’
অন্যদিকে, কিছু ভক্ত আবার এমন আইকনিক সেলিব্রেশনের প্রসঙ্গে বলেছেন, ‘একটা দ্বিপাক্ষিক সিরিজের ট্রফি নিয়ে এমন সেলিব্রেশন বেমানান।’
তবে অনেকেই শান্ত এবং বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে শুভকামনা জানিয়েছেন।
শান্তর এই ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি নিজের দলের অর্জনকে উদযাপন করেছেন মেসির মতোই, যা ভক্তদের মাঝে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন :