সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রাজধানীর একটি লোকাল বাসের হেলপারকে মারধর করতে দেখা গেছে। ১ মিনিট ৭ সেকেন্ডের ওই ভিডিওতে এক যুবককে চড়-থাপ্পড় মারতে মারতে বলতে শোনা যায়, ‘তুই চিনস আমারে, চিনস? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসমন্বয়ক।’ ভিডিওটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌসিফ শাকিল।
ঘটনার পরিপ্রেক্ষিতে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে তৌসিফ শাকিল ভিডিওবার্তায় ক্ষমা চেয়ে বলেন, ‘রাগের মাথায় যা করেছি, তা ভুল ছিল। আমি তখন থেকেই ঘুমাতে পারছি না, খাইতে পারছি না। আমি বিভিন্ন জায়গা থেকে হুমকি পাচ্ছি। আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। ভয়ে আমি মিথ্যা পরিচয় দিয়েছি। আমি ভীষণভাবে দুঃখিত। আমাকে মাফ করে দিন।’
এরপর, বাসের হেলপারও তাকে ক্ষমা করে দিয়ে বলেন, ‘তিনি তার ভুল বুঝতে পেরেছেন, তাই আমি তাকে মাফ করে দিয়েছি। আমরা পড়ালেখা করতে পারিনি, কিন্তু তিনি যেন পড়ালেখা করে বড় কিছু করতে পারেন, সেই জন্যই মাফ করেছি।’
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, তৌসিফ শাকিল কখনোই সহসমন্বয়ক পদে ছিলেন না। গত ২৯ জুলাই যে ২৭ সদস্যবিশিষ্ট সমন্বয়ক পরিষদ গঠন করা হয়, তাতেও শাকিলের কোনো নাম ছিল না। তারা এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন।
আপনার মতামত লিখুন :