নাইজেরিয়ার উত্তর-পূর্ব ইউবে অঞ্চলে বোকো হারামের হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন, এবং অনেকেই নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, সশস্ত্র এই হামলার পেছনে বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এএফপির বরাতে এ তথ্য জানানো হয়।
ইউবে অঞ্চলের পুলিশের মুখপাত্র আবদুল করিম দাঙ্গুস বলেন, প্রায় দেড়শ’ বোকো হারাম সদস্য রাইফেল, আরপিজি সহ বিভিন্ন ভারী অস্ত্র নিয়ে ৫০টিরও বেশি মোটরসাইকেলে চড়ে মাফা গ্রামে হামলা চালায়। এই সন্ত্রাসী হামলাটি ঘটে গত রোববার।
স্থানীয় কর্মকর্তা বালুমা জালালুদ্দিন জানান, হামলায় অন্তত ৮১ জনের মৃত্যু হয়েছে এবং সেনাবাহিনী পৌঁছানোর আগেই ১৫ জনের দাফন সম্পন্ন হয়। হামলার পর বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন।
বিগত ১৫ বছর ধরে বোকো হারাম এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর বিদ্রোহে উত্তর-পূর্ব নাইজেরিয়া রক্তাক্ত হয়ে উঠেছে। এ সংঘাতে ইতোমধ্যে ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মধ্য ও উত্তর-পশ্চিম নাইজেরিয়ায়ও সশস্ত্র গোষ্ঠীগুলোর দস্যুতা ও সহিংসতার শিকার হয়ে সাধারণ মানুষ বছরের পর বছর নিষ্পেষিত হচ্ছে। তারা গ্রামগুলোতে হামলা চালিয়ে লুটপাট, হত্যা, অপহরণ এবং অগ্নিসংযোগের মতো অপরাধ করে আসছে।
আপনার মতামত লিখুন :