বাংলাদেশ দাবা, কাবাডি, ও ব্রীজ ফেডারেশনের সভাপতিদের অপসারণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২২ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ, আর কাবাডি ফেডারেশনের সভাপতির পদে ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল চৌধুরী মামুন। তাদের উভয়কেই অপসারণ করা হয়েছে।
এছাড়াও, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ছিলেন পুলিশের সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তাকে সরাসরি অপসারণ না করে, জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠির মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা জাতীয় ক্রীড়া পরিষদ আইন অনুযায়ী কার্যকর করা হয়।
উল্লেখ্য, ফুটবল ও ক্রিকেট বাদে দেশের প্রায় সকল ফেডারেশনের সভাপতি সরকার মনোনীত হয়ে থাকেন। ফলে বর্তমান ক্ষমতাসীন সরকারের পছন্দের ব্যক্তিরাই অনেক ফেডারেশনের সভাপতির দায়িত্বে থাকেন। ৫ আগস্টের পর থেকে অনেক ফেডারেশনের সভাপতি নিখোঁজ বা নিষ্ক্রিয় রয়েছেন। অ্যাথলেটিক্স, সাইক্লিং, মহিলা ক্রীড়া সংস্থা, ভলিবল, উশু সহ বেশ কয়েকটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশন সভাপতি সংকটে ভুগছে।
আপনার মতামত লিখুন :