সর্বশেষ :

টিএসসিতে ১৪ দিনে বন্যার্তদের সহায়তায় জমা পড়ল ১১ কোটি টাকা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৪ । ৮:১১ অপরাহ্ণ
টিএসসিতে ১৪ দিনে বন্যার্তদের সহায়তায় জমা পড়ল ১১ কোটি টাকা
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ২২ আগস্ট থেকে শুরু হওয়া গণত্রাণ কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত ১১ কোটি ১০ লাখ টাকা নগদ অর্থ এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী জমা পড়েছে। বন্যার্তদের সহায়তার জন্য এই কর্মসূচি পরিচালনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের।

আবদুল কাদের বলেন, “২২ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত গণত্রাণ কর্মসূচিতে ১১ কোটি ১০ লাখ ১৩ হাজার ৫৬৯ টাকা সংগ্রহ করা হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, “শুরুতে আমরা বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে সক্ষম হলেও কিছু স্থানে পরিবহন সমস্যার কারণে ত্রাণ বিতরণে বিলম্ব হয়েছে। তবুও আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কার্যক্রম হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনকেই গুরুত্ব দেওয়া হবে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০