সর্বশেষ :

ছারপোকা থেকে মুক্তির কার্যকর পদ্ধতি


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৪ । ১২:৪৮ অপরাহ্ণ
ছারপোকা থেকে মুক্তির কার্যকর পদ্ধতি

ছারপোকা এমন একটি পোকা যা প্রায় সবারই পরিচিত। এ পোকাটি ঘরে ঢুকলে এক মুহূর্তের জন্যও শান্তি থাকে না। কারণ, এটি রাতে রক্ত চুষে আপনার ঘুম নষ্ট করে দেয়। তবে ঘর থেকে ছারপোকা তাড়ানোর জন্য কিছু সহজ ও কার্যকর পদ্ধতি রয়েছে। আসুন, সেগুলো সম্পর্কে জেনে নিই:

নিয়মিত ঘর পরিষ্কার:
প্রতি সপ্তাহে একবার হলেও পুরো ঘর ভালোভাবে পরিষ্কার করুন। ছারপোকা বেশি দেখা দিলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ইত্যাদি গরম পানিতে ধুয়ে নিন। বেশি তাপ প্রয়োগ করলে ছারপোকা ধ্বংস হয়, তাই ঘরের আক্রান্ত জায়গাগুলোর কাপড় গরম পানিতে সিদ্ধ করে পরিষ্কার করুন।

ন্যাপথলিনের ব্যবহার:
ছারপোকা তাড়াতে ন্যাপথলিন অত্যন্ত কার্যকর। মাসে অন্তত দুবার ন্যাপথলিন গুঁড়ো করে বিছানা ও অন্যান্য উপদ্রবপ্রবণ স্থানে ছিটিয়ে দিন। এতে ছারপোকার উপদ্রব থেকে রেহাই পাবেন।

কেরোসিনের প্রলেপ:
ছারপোকা তাড়ানোর আরেকটি কার্যকর উপায় হলো আসবাবপত্রে মাঝে মাঝে কেরোসিনের প্রলেপ দেওয়া। এটি ছারপোকাকে সহজেই পালাতে বাধ্য করবে।

ল্যাভেন্ডার অয়েল স্প্রে:
যেসব স্থানে ছারপোকার বাস, সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিন দিন এভাবে স্প্রে করলে ছারপোকা ঘর ছেড়ে পালাবে।

রোদে বিছানা ও আসবাবপত্র রাখা:
ছারপোকা বেশি তাপ সহ্য করতে পারে না। তাই বিছানা, তোশক, লেপ, বালিশ নিয়মিত রোদে দিন। বিছানার চাদর সপ্তাহে একবার পরিবর্তন করুন। খাটকে দেয়ালের সঙ্গে লাগিয়ে না রেখে একটু ফাঁকা রাখুন, যাতে ছারপোকা ওঠার সুযোগ কমে যায়।

অ্যালকোহল ব্যবহার:
ছারপোকার উপদ্রবপ্রবণ স্থানে সামান্য অ্যালকোহল স্প্রে করলে ছারপোকা মরে যাবে। এটি ছারপোকা নিয়ন্ত্রণে একটি কার্যকর উপায়।

বিছানার অবস্থান পরিবর্তন:
ছারপোকা থেকে বাঁচতে বিছানাকে দেয়াল থেকে একটু দূরে রাখুন। শোয়ার আগে ও পরে বিছানা ভালোভাবে ঝেড়ে ফেলুন এবং সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।

এই পদ্ধতিগুলো অনুসরণ করলে সহজেই ছারপোকার উৎপাত থেকে মুক্তি পেতে পারেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০