সর্বশেষ :

গোপনে দেশ ছেড়েছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৪ । ৮:৪৯ অপরাহ্ণ
গোপনে দেশ ছেড়েছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস

সম্প্রতি শোবিজ অঙ্গনে তুমুল আলোচনা সৃষ্টি করেছে অভিনেত্রী অরুণা বিশ্বাসের গোপন দেশত্যাগের খবর। জানা গেছে, তিনি আগস্টের শেষদিকে চুপিসারে বাংলাদেশ ছেড়ে কানাডায় পাড়ি দিয়েছেন। বিষয়টি অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

এর আগে, গত জুলাইয়ে ছাত্র আন্দোলন দমনের সময় একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন অরুণা বিশ্বাস। ‘আলো আসবেই’ শিরোনামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে আওয়ামীপন্থি কিছু অভিনয়শিল্পী ও সাংবাদিকদের মধ্যে কথোপকথন চলছিল, সেখানে ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দিয়েছিলেন তিনি। তার ভাষ্য ছিল, “গরম জল দিলেই হবে।”

ঢাকাই সিনেমার একজন জনপ্রিয় চিত্রনায়ক জানিয়েছেন, শেখ হাসিনার সরকার পতনের পরপরই, অরুণা বিশ্বাস দেশত্যাগ করেন। এর আগে তিনি কানাডায় কিছু সময় অবস্থান করলেও, এবার পরিস্থিতির চাপে তিনি স্থায়ীভাবে সেখানেই থাকার সিদ্ধান্ত নেন।

গণমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, অরুণা বিশ্বাস তার কৃতকর্মের পরিণতি আঁচ করতে পেরেই দেশত্যাগ করেছেন। এ ঘটনার পর শোবিজ অঙ্গনে তার ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে।

 

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০