ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা তার সুরের জাদুতে শ্রোতাদের মাতিয়ে রাখতে এবারও হাজির হয়েছেন নতুন গান নিয়ে।
“কথা কিন্তু পরিষ্কার, চাই আমার অধিকার, এক দফা এক দাবি তুই আমার হবি”—এমন কথার গানটি লিখেছেন সোহেল খান, এবং সুর-সংগীতায়োজন করেছেন রোহান রাজ। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন সোহেল শুভ ও আরোশি। আজ এসএলকে মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
সালমা বলেন, ‘‘১৩ জুলাইয়ের পর থেকে নতুন কোনো গানে কণ্ঠ দেওয়া হয়নি। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বাইরে যাওয়া থেকে বিরত ছিলাম। তবে ৯ আগস্ট থেকে আবারও গান করা শুরু করেছি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ‘এক দফা এক দাবি’ গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’’
আপনার মতামত লিখুন :