সর্বশেষ :

‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ড নিয়ে ফজলুর রহমান বাবুর স্ট্যাটাস


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৪ । ১:০৬ অপরাহ্ণ
‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ড নিয়ে ফজলুর রহমান বাবুর স্ট্যাটাস

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে। এই গ্রুপের নেতৃত্বে আছেন সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। স্ক্রিনশটগুলোতে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস এবং সোহানা সাবার মত বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর নাম উঠে এসেছে, যাদের অবস্থান ছিল ছাত্র আন্দোলনের বিপক্ষে। তবে, অনেকেই এই বিতর্কিত গ্রুপের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

দেশীয় শোবিজের প্রখ্যাত অভিনেতা ফজলুর রহমান বাবু এ নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বুধবার তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন, যেখানে তিনি বলেন, “হোয়াটসঅ্যাপের ‘আলো আসবেই’ গ্রুপে অ্যাড হওয়া প্রসঙ্গে আমার কিছু কথা আছে। কোনো গ্রুপের অ্যাডমিনের কাছে যদি কারো ফোন নম্বর থাকে, তাহলে তিনি সেই গ্রুপে যাকে ইচ্ছা অ্যাড করতে পারেন। এমনকি অনেক গ্রুপ আছে যেখান থেকে চাইলেও কেউ বের হতে পারে না, যদি না অ্যাডমিন তাকে ডিলিট করে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমি ‘আলো আসবেই’ গ্রুপে কখনও প্রবেশ করিনি বা কারা সেখানে কি লিখছে তা আমি জানি না। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক নয়।”

ফেসবুকে এই পোস্ট দেওয়ার পর ফজলুর রহমান বাবু সমালোচনার মুখে পড়েন। কমেন্ট বক্সে অনেকেই তার এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন কমেন্টে লিখেছেন, “নাটক কম কর পিও,” অন্য একজন লিখেছেন, “মিথ্যা কথা বইলেন না।” অনেকে তার বক্তব্যের বিপরীতে কড়া সমালোচনা করেছেন।

এদিকে, ফাঁস হওয়া স্ক্রিনশট অনুযায়ী, আলোচিত ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশ কয়েকজন শোবিজ তারকা এবং সংসদ সদস্যের নামও অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে ছিলেন সোহানা সাবা, অরুণা বিশ্বাস, সুবর্ণা মুস্তফা, আজিজুল হাকিম এবং আরও অনেকে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০