সর্বশেষ :

আবু সাঈদের ছবি আঁকলেও, ভাবনার ছাত্র আন্দোলন নিয়ে অবস্থান প্রশ্নবিদ্ধ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৪ । ৩:৪৪ অপরাহ্ণ
আবু সাঈদের ছবি আঁকলেও, ভাবনার ছাত্র আন্দোলন নিয়ে অবস্থান প্রশ্নবিদ্ধ

দেশের আলোচিত শিল্পী গোষ্ঠীর হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ বর্তমানে টক অব দ্য কান্ট্রি। এই গ্রুপে ১৬০ জন সদস্যের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও। তবে সম্প্রতি তার ছাত্র আন্দোলন নিয়ে অবস্থান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

ছাত্র আন্দোলনের প্রথম নিহত আবু সাঈদের রক্তাক্ত ছবি আঁকিয়ে ভাবনা নিজেকে আন্দোলনকারীদের একজন হিসেবে পরিচিত করার চেষ্টা করেছিলেন। তবে ‘আলো আসবেই’ গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর সেই প্রচেষ্টা ভেস্তে যায়।

আরটিভি অনলাইনের হাতে আসা একটি স্ক্রিনশটে দেখা যায়, ভাবনা গ্রুপের সদস্যদের জানান যে, তিনি কিশোরগঞ্জে থাকলেও তার মন পড়ে আছে ‘জয় বাংলায়’। তবে এই বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য আশনা হাবিব ভাবনার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও, তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও কোনো উত্তর মেলেনি।

এ প্রসঙ্গে লেখিকা জান্নাতুন নাঈম প্রীতি সামাজিক মাধ্যমে কটাক্ষ করে লেখেন, “ছাত্র আন্দোলনের আবু সাঈদকে নিয়ে ছবি এঁকে কান্নার অভিনয় করে ভাবনা এই গ্রুপে দিব্যি বসে ছিলেন!”

তিনি আরও যোগ করেন যে, সব শিল্পীর বিবেকবোধ এক নয় এবং শিল্পীরা সবসময় নৈতিকতার ওপর ভিত্তি করেই কাজ করেন না।

প্রসঙ্গত, ‘আলো আসবেই’ গ্রুপে ভাবনা ছাড়াও রয়েছেন সোহানা সাবা, অরুণা বিশ্বাস, সুবর্ণা মুস্তফা, রিয়াজ আহমেদসহ আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্ব, যারা সাম্প্রতিক সময়ের ছাত্র আন্দোলন এবং এ সংক্রান্ত বিতর্কের সাথে জড়িত হয়েছেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০