পৃথিবীর প্রতিটি মানুষ আদতে এক অভিন্ন পরিবারের সদস্য, যার শিকড় আদি পিতা হজরত আদম (আ.) ও মা হাওয়া (আ.) থেকে উদ্ভূত। আল্লাহ তায়ালা এক সত্তা থেকে মানবজাতিকে সৃষ্টি করেছেন। অথচ সময়ের সাথে সাথে মানুষ নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে ফেলেছে—জাতি, বংশ, গোত্র, ও বর্ণের ভিত্তিতে। কিন্তু মানবতার আসল শিক্ষা হলো সকলের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন সৃষ্টি করা, যা ইসলামি ভ্রাতৃত্বের মূল ভিত্তি।
ইসলামে ভ্রাতৃত্বের মানদণ্ড হচ্ছে তাওহিদ বা একত্ববাদের বিশ্বাস। কুরআনুল কারিমে বলা হয়েছে, “মুমিনগণ পরস্পর ভাই-ভাই। সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধ মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমাদের ওপর রহম করা হয়” (সুরা হুজুরাত : ১০)। এটি নির্দেশ করে, একজন মুসলিমের উচিত আরেকজন মুসলিমের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়ানো, সে যে ভাষার বা যে দেশেরই হোক না কেন।
রাসুলুল্লাহ (সা.) ভ্রাতৃত্ব ও একতার গুরুত্ব বোঝাতে বলেছেন, “মুমিনদের দৃষ্টান্ত একটি দেহের মতো; যার একটি অঙ্গ অসুস্থ হলে পুরো দেহ জ্বর ও অনিদ্রায় আক্রান্ত হয়” (বুখারি : ৬০১১; মুসলিম : ২৫৮৬)। অন্য হাদিসে তিনি আরও বলেন, “মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ এবং তার ভাই। সে তার জমি সংরক্ষণ করে এবং অনুপস্থিতিতে তাকে হেফাজত করে” (আবু দাউদ : ৪৯৪৮)।
সমাজ জীবনে মানুষের মধ্যে পারস্পরিক সহানুভূতি, ভ্রাতৃত্ব ও সমঝোতা অপরিহার্য। এই সদাচরণ সমাজে অন্যায় ও জুলুমের অবসান ঘটাতে এবং মানব সভ্যতার অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করে। যখন মানুষ একতার ভিত্তিতে সমাজ গঠন করেছে, তখন তারা শান্তি ও উন্নতির উচ্চশিখরে পৌঁছেছে। কিন্তু বিভেদ দেখা দিলে, তার পরিণাম হয়েছে পতন।
ইসলাম আগমনের আগে আরবদের মধ্যে বিভেদ ও অনৈক্য ছিল প্রচলিত। ইসলামই তাদের ঐক্যবদ্ধ করে, সংঘাতের অবসান ঘটিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিল। কুরআনে ইরশাদ হয়েছে, “তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না” (সুরা আলে ইমরান : ১০৩)।
আজকের বিশ্বে, কুরআনের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার ফলে ভ্রাতৃত্বের বন্ধন শিথিল হয়ে পড়েছে এবং বিভেদ বেড়ে গেছে। মুসলিমদের এই অবস্থা থেকে মুক্তি পেতে কুরআনের নির্দেশনা মেনে চলা ও ঐক্যের আহ্বানে সাড়া দেওয়া অপরিহার্য। আল্লাহ আমাদের সবাইকে বোঝার ও আমল করার তওফিক দিন।
আপনার মতামত লিখুন :