সর্বশেষ :

ফাঁস হলো ফেরদৌস, আরাফাত ও রিয়াজের চাঞ্চল্যকর কথোপকথন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৪ । ৫:৫৫ অপরাহ্ণ
ফাঁস হলো ফেরদৌস, আরাফাত ও রিয়াজের চাঞ্চল্যকর কথোপকথন
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশের শিল্পী সমাজের মধ্যে দ্বিধাবিভক্তির প্রমাণ পাওয়া গেছে। নেটমাধ্যমে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী দুটি দলের মধ্যে একটি দল শিক্ষার্থীদের পক্ষ নিয়েছিল, আর অন্য দলটি ছিল আন্দোলনকারীদের বিপক্ষে।

এই বিরোধপূর্ণ অবস্থানের নেতৃত্বে ছিলেন ঢাকার সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, এবং চিত্রনায়ক রিয়াজ। তাদের সমর্থক ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, সাজু খাদেমসহ আরও কয়েকজন।

শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে এ দলটির সক্রিয়তা ছিল লক্ষ্যণীয়। তাদের কর্মকাণ্ডের অংশ হিসেবে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল, যেখানে আন্দোলনকালে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করতেন তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ফাঁস হয়েছে, যেখানে ফেরদৌস, আরাফাত, ও রিয়াজের মধ্যে কিছু চাঞ্চল্যকর ও বিতর্কিত কথোপকথন প্রকাশিত হয়েছে।

ফাঁস হওয়া স্ক্রিনশটগুলোতে দেখা গেছে, আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে নানা ধরনের কৌশল নিয়ে আলোচনা হচ্ছিল। এমনকি, একজন ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার ভয়ংকর প্রস্তাবও দিয়েছেন বলে শোনা যাচ্ছে। এই স্ক্রিনশট প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই ঘটনাকে মানবতার বিপক্ষে অবস্থান বলে আখ্যা দিয়েছেন।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফাঁস হওয়া কিছু কথোপকথনের স্ক্রিনশট নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন এবং আন্দোলনের সময় কারা মানবতার বিপক্ষে কাজ করেছেন, সেই প্রশ্ন তুলেছেন।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের সময় কথোপকথনের সত্যতা যাচাই করতে ফেরদৌস ও রিয়াজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০