সর্বশেষ :

পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর শান্তকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৪ । ৫:৪১ অপরাহ্ণ
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর শান্তকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছে। প্রথম টেস্টে ১০ উইকেটের জয়ের পর দ্বিতীয় টেস্টেও সহজ জয় তুলে নেয় টাইগাররা, ফলে পাকিস্তানকে ২-০ ব্যবধানে সিরিজ হারায় বাংলাদেশ।

দলের এই অসাধারণ সাফল্যে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিসিবির ক্রিকেট অপারেশন্সের সহকারী ইনচার্জ শাহরিয়ার নাফিস তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানান।

পোস্টে তিনি লিখেছেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অফিস থেকে মাত্র ফোন পেলাম। শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি। বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন।”

পোস্টের সঙ্গে একটি ছবিও যুক্ত করেছেন নাফিস, যেখানে শান্তকে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে। এই ফোন কল নিঃসন্দেহে দলের উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে।

দ্বিতীয় টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে ২৭৪ রান করে। জবাবে বাংলাদেশ ২৬২ রানে অলআউট হলেও, দ্বিতীয় ইনিংসে পাকিস্তান মাত্র ১৭২ রানে গুটিয়ে যায়। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। দেশের বাইরে এটি বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০