পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ঐতিহাসিক হোয়াইটওয়াশের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট দল নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে হারিয়ে সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকারা তাদের ঘরের মাঠেই হার মানে টাইগারদের সামনে।
এমন চমকপ্রদ সাফল্যের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ম্যাচ শেষ হওয়ার পর এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ২৭৪ রান করে, যার জবাবে বাংলাদেশ দল ২৬২ রানে অলআউট হয়। এরপর দ্বিতীয় ইনিংসে পাকিস্তান মাত্র ১৭২ রানে গুটিয়ে যায়, ফলে ১৮৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। দেশের বাইরে এটি বাংলাদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয়।
এই অর্জনের প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে পরিবর্তন এসেছে, তারই প্রতিফলন আমরা ক্রীড়াঙ্গনে দেখতে পাচ্ছি। পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইটওয়াশ করা কিংবা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করা—সবই নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি।”
তিনি আরও উল্লেখ করেন, “ক্রীড়াঙ্গনকে দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখলে আরও বড় বড় সাফল্য আসবে। সরকার এ বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ধারাবাহিক সাফল্য দেশের ক্রীড়া ক্ষেত্রের প্রতিটি পর্যায়ে ছড়িয়ে পড়বে।
আপনার মতামত লিখুন :