পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় অর্জনের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে মঙ্গলবার বিকেলে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ক্রিকেট দল সব ফরম্যাটেই এই বিজয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হবে।
উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ দল পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে। দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয়ের মাধ্যমে সিরিজ জিতে নেয় এবং পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করে টাইগাররা।
আপনার মতামত লিখুন :