সর্বশেষ :

আজ দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৪ । ১২:৩৮ অপরাহ্ণ
আজ দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
সংগৃহীত ছবি

বিএনপি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ (মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বক্তব্য রাখবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সোমবার (২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপি আবারও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মালিকানা এ দেশের মানুষের, এবং তাদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার রয়েছে।

তারেক রহমান উল্লেখ করেন, ১৯৯৬ সালে বিএনপি জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছিল। কিন্তু বর্তমান সরকার এটিকে সংবিধান থেকে মুছে দিয়ে তিনটি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। বিএনপি জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।

আজকের সংবাদ সম্মেলনে বিএনপি তাদের পরবর্তী কর্মপন্থা নিয়ে আরও বিস্তারিত ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০