সর্বশেষ :

মুত্তাকির গুরুত্ব ও তাকওয়ার প্রকৃত বাস্তবতা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৪ । ৩:৫০ অপরাহ্ণ
মুত্তাকির গুরুত্ব ও তাকওয়ার প্রকৃত বাস্তবতা
তাকওয়া হল আল্লাহর ভয় অন্তরে ধারণ করে জীবনযাপন করা, যা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি এই জীবন যাপন করেন, তাকে বলা হয় মুত্তাকি। মুমিন হিসেবে জান্নাতে প্রবেশের আশা করতে হলে তাকওয়া অর্জন অপরিহার্য। তবে, এটি অর্জন করা সহজ নয়। দুনিয়ার লোভ, হিংসা ও বিভিন্ন প্রবৃত্তির খাহেশকে অতিক্রম করে মুত্তাকি হওয়া যায়। মুত্তাকি হওয়ার জন্য দেহ ও আত্মাকে পরিশুদ্ধ এবং পাপমুক্ত রাখা জরুরি।

তাকওয়ার জন্য আমল ও ইখলাসের সমন্বয় অপরিহার্য। শুধু বাহ্যিক আমল যেমন দাড়ি রাখা বা নামাজ পড়ার মাধ্যমে মুত্তাকি হওয়া সম্ভব নয়। ইখলাস ছাড়া আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাই ইখলাসসহ আমল করতে হবে।

তাকওয়া অর্জনের ক্ষেত্রে হারাম এবং সন্দেহযুক্ত বস্তু থেকে বেঁচে থাকা জরুরি। কারণ, হারাম খাদ্য মুত্তাকির পথে প্রধান বাধা। হারাম ও তাকওয়া একসঙ্গে থাকতে পারে না। এ বিষয়ে আল্লাহ তায়ালা বলেন, “তোমরা হালাল পবিত্র বস্তু আহার করো এবং আল্লাহকে ভয় করো, যার প্রতি তোমরা বিশ্বাসী।” (সুরা মায়েদা : ৮৮)।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “নিশ্চয় হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। আর উভয়ের মধ্যখানে কিছু সন্দেহপূর্ণ বস্তু রয়েছে, যার বিধান অধিকাংশ মানুষ জানে না।” তাই মুমিনদের জীবনে হারাম ও সন্দেহযুক্ত বস্তু এড়িয়ে চলা এবং ইখলাসসহ আমল করা উচিত। এর ফলে পরকালে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করা যাবে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০