সর্বশেষ :

ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে সৌদি যুবরাজের এরদোয়ান ও সিসির সঙ্গে ফোনালাপ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৪ । ৭:২৬ অপরাহ্ণ
ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে সৌদি যুবরাজের এরদোয়ান ও সিসির সঙ্গে ফোনালাপ

ফিলিস্তিনের বর্তমান সংকট নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। রোববার (১ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের এই তিন গুরুত্বপূর্ণ নেতা ফিলিস্তিনে চলমান সহিংসতা ও অন্যান্য আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন। আল আরাবিয়ার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এরদোয়ানের সঙ্গে ফোনালাপে সৌদি যুবরাজ ফিলিস্তিনে চলমান আগ্রাসন বন্ধে ইসলামিক দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং নিরীহ জনগণের ওপর হামলা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানান।

ফাত্তাহ আল সিসির সঙ্গে আলোচনায় যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনে সামরিক অভিযান শুরু করেছে, যা এখনও চলছে। এ পর্যন্ত এই হামলায় ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখের কাছাকাছি মানুষ।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০