সর্বশেষ :

নিবন্ধন পেল নুরের ‘গণ অধিকার পরিষদ’


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৪ । ৩:৫৫ অপরাহ্ণ
নিবন্ধন পেল নুরের ‘গণ অধিকার পরিষদ’
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের দল ‘গণ অধিকার পরিষদ’ ৫১তম রাজনৈতিক দল হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে রাজনৈতিক দল হিসেবে পুনরায় নিবন্ধনের আবেদন করেন। নিবন্ধনের শর্ত পূরণ করায় দলটিকে নিবন্ধন দেওয়া হয়।

গণ অধিকার পরিষদ বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং তারা সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছে। আন্দোলনের কিছুদিন পর দলের সভাপতি নুরুল হক নুর গ্রেপ্তার হয়েছিলেন, তবে এখন নিবন্ধন পাওয়ায় দলটি রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০