সর্বশেষ :

নতুন রূপে আসছে ৫, ১০ ও ২০ টাকার নোট


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৪ । ৪:১৭ অপরাহ্ণ
নতুন রূপে আসছে ৫, ১০ ও ২০ টাকার নোট

৫, ১০ ও ২০ টাকার নোটগুলো বর্তমানে খুবই নাজুক অবস্থায় রয়েছে, যা পর্যায়ক্রমে বদলে ফেলা হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জনসাধারণকে মুদ্রার সঠিক ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপের সময় উপদেষ্টা এই তথ্য জানান। এছাড়াও, তিনি উল্লেখ করেন যে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পুনর্বিবেচনার জন্য এ মাসের শেষে বা আগামী মাসে একটি বৈঠক হতে পারে। উচ্চ পর্যায়ের বৈঠকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নেওয়া প্রকল্পগুলোও পুনর্বিবেচনা করা হবে।

এদিন রফতানি উন্নয়ন বুরোর (এপিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উপদেষ্টা রফতানি বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করেন এবং কীভাবে এই খাতকে আরো উন্নত করা যায় তা নিয়েও মতবিনিময় করেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০