সর্বশেষ :

সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার ও দেশে ফেরার সুযোগ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৪ । ১১:৪০ পূর্বাহ্ণ
সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার ও দেশে ফেরার সুযোগ
সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাত সরকার অবৈধ অভিবাসীদের জন্য একটি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে, যা তাদের বৈধ হওয়া বা জেল-জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ দিচ্ছে। এই সাধারণ ক্ষমার আওতায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীরাও সুযোগটি গ্রহণ করতে পারবেন। এমনকি ভিজিট ভিসায় থাকা প্রবাসীরাও বৈধ হবার সুযোগ পাবেন, এবং এজন্য তাদের কোনো জরিমানা দিতে হবে না।

এই সাধারণ ক্ষমার ঘোষণা অনুযায়ী, রোববার (১ সেপ্টেম্বর) থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দুই মাসের জন্য এই নিয়ম কার্যকর থাকবে। আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি) এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ধরনের ভিসা এই সাধারণ ক্ষমার আওতায় আসবে, যা সব অভিবাসীদের জন্য প্রযোজ্য হবে।

এছাড়া, যেসব অভিবাসীর সন্তানের জন্ম হয়েছে কিন্তু তাদের কাগজপত্র করা হয়নি, তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন। যারা বৈধ হতে চান অথবা নিজ দেশে ফিরে যেতে চান, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। দেশে ফেরার ইচ্ছুকরা চাইলে বৈধ ভিসা নিয়ে ভবিষ্যতে আবারও আমিরাতে আসতে পারবেন। উল্লেখযোগ্য যে, যারা অবৈধ থেকে বৈধ হবেন তাদের কাছ থেকে ওভার-স্টের জন্য কোনো জরিমানা নেওয়া হবে না, এবং যারা নিজ দেশে ফিরবেন তাদের কাছ থেকেও কোনো এক্সিট ফি নেওয়া হবে না।

এর আগে ২০১৮ সালে ছয় বছর পর প্রথমবারের মতো এমন একটি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল আমিরাত সরকার। ওই সাধারণ ক্ষমার মেয়াদ ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলেছিল এবং পরে আরও দুই মাস বাড়ানো হয়েছিল। ২০০৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এ নিয়ে চতুর্থবারের মতো প্রবাসীদের জন্য এমন সুযোগ দিচ্ছে আরব আমিরাতের সরকার, যা প্রবাসীদের জন্য একটি বড় সুখবর।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০