সর্বশেষ :

কোটা আন্দোলনে শহীদ দুই ছাত্রের স্মরণে অডিটোরিয়াম ও মুক্তমঞ্চের নামকরণ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৪ । ৭:৪৫ অপরাহ্ণ
কোটা আন্দোলনে শহীদ দুই ছাত্রের স্মরণে অডিটোরিয়াম ও মুক্তমঞ্চের নামকরণ
সংগৃহীত ছবি

কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) দুই ছাত্রের স্মৃতিকে অমর করে রাখতে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।

গত ১ সেপ্টেম্বর রবিবার, শহীদ শাইখ আস্-হা-বুল ইয়ামিনের নামে এমআইএসটির নবনির্মিত অডিটোরিয়াম এবং শহীদ মো. রাকিবুল হোসেনের নামে মুক্তমঞ্চের নামকরণ করা হয়।

এমআইএসটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাইখ আস্-হা-বুল ইয়ামিন এবং মেকানিক্যাল বিভাগের প্রাক্তণ ছাত্র মো. রাকিবুল হোসেন গত ১৮ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন। তাদের স্মৃতিরক্ষার্থে এদিন এমআইএসটির কেন্দ্রীয় পাঠাগারে শহীদ ইয়ামিন-শহীদ রাকিবুল কর্নারও স্থাপন করা হয়।

অনুষ্ঠানে শহীদদের পিতা-মাতা ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, সকল ডিন, বিভাগীয় প্রধান, উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং ছাত্রদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশে শহীদদের স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানের শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০