সর্বশেষ :

ফেসবুকে লাইক ও রিঅ্যাকশন সংখ্যা লুকানোর সহজ উপায়


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৪ । ১:৩৪ অপরাহ্ণ
ফেসবুকে লাইক ও রিঅ্যাকশন সংখ্যা লুকানোর সহজ উপায়

ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে অনেকেই তাদের পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা প্রকাশ না করার বিষয়ে আগ্রহী। এখন আপনি চাইলেই আপনার ফেসবুক পোস্টের লাইক ও রিঅ্যাকশন সংখ্যা গোপন রাখতে পারেন। কম্পিউটার, আইওএস, এবং অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সহজেই এটি করা সম্ভব। নিচে প্রতিটি প্ল্যাটফর্মের জন্য পদক্ষেপগুলো দেওয়া হলো:

অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে:

১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
২. মেনু বোতামে ট্যাপ করুন (অ্যান্ড্রয়েডে উপরের ডান দিকে এবং আইফোনে নিচের দিকে আনুভূমিক তিনটি লাইনে)।
৩. স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনটি নির্বাচন করুন।
৪. এরপর ‘সেটিংস’ এ যান।
৫. ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনটিতে ক্লিক করুন।
৬. এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বাটনে ট্যাপ করুন। এর ফলে আপনার পোস্টের লাইক ও রিঅ্যাকশন সংখ্যা লুকানো সম্ভব হবে।

ফেসবুক পেজে লাইক সংখ্যা লুকানোর উপায়:

১. প্রোফাইল পেজে প্রবেশ করুন।
২. ‘মোর’ অপশনে ক্লিক করে ‘লাইক’ অপশন নির্বাচন করুন।
৩. লাইক সেকশনের তিন ডট (⋯) বাটনে ক্লিক করে ‘এডিট দ্য প্রাইভেসি অব ইউর লাইকস’ অপশন নির্বাচন করুন।
৪. ক্যাটাগরি অনুযায়ী প্রাইভেসি সেটিংস নির্ধারণ করে ‘অনলি মি’ অপশন নির্বাচন করুন এবং ‘সেভ’ করুন।

কম্পিউটার থেকে:

১. ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. প্রোফাইল ছবিতে ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ এবং এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৩. ‘প্রাইভেসি’ সেকশনে গিয়ে ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশন নির্বাচন করুন।
৪. ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বোতামগুলি চালু করুন।

এই পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি সহজেই আপনার ফেসবুক পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা গোপন রাখতে পারবেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১