মোঃ মামুন মোল্যা
দেশের মাথায় কে বসেছে?
শিয়াল নাকি হায়েনা!
কি বলবো দুঃখের কথা
বাটপার ছাড়া পায় না।
মুখে ওদের মিষ্টি কথা
ভোটের সময় দর্শন
বসন্ত কাল চলে গেলে
মোদের করে কর্ষণ।
মা বোনদের জিম্মি করে
করছে তাদের ধর্ষণ,
মায়ের ছেলে গুম করে
করছে তাদের খুন।
পরের সম্পদ জোর করে
তুলছে নিজের খোপে,
দেশের সম্পদ লুটেপুটে
করছে পাচার ইউরোপে।
ওদের কথা বলতে গেলে
থানায় করে মামলা,
বাপ রাজাকার ছেলে তার
ঠেলা এবার সামলা।
আপনার মতামত লিখুন :