বর্তমান প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বৈপ্লবিক উদ্ভাবন হিসেবে আবির্ভূত হয়েছে, যার মধ্যে চ্যাটজিপিটি অন্যতম। ওপেন এআই-এর এই আধুনিক টুলটি শুধু কবিতা ও প্রবন্ধ লেখাই নয়, বরং একটি আকর্ষণীয় সিভি তৈরি করতেও ব্যবহৃত হতে পারে।
চ্যাটজিপিটি একটি অত্যাধুনিক এআই ভিত্তিক সার্চ টুল, যা পুরোনো জীবনবৃত্তান্ত সম্পাদনা ও নতুন সিভি তৈরি করতে সাহায্য করে। চলুন দেখে নেওয়া যাক, চ্যাটজিপিটি কীভাবে সিভি তৈরির প্রক্রিয়ায় কার্যকরী ভূমিকা পালন করতে পারে:
পুরোনো জীবনবৃত্তান্ত সম্পাদনা ও পুনর্লিখন
চ্যাটজিপিটি ব্যবহার করে পুরোনো সিভিতে থাকা তথ্য সহজে সম্পাদনা করা যায়। প্রথমে চ্যাটজিপিটি অ্যাপে প্রবেশ করে ‘প্লাস আইকন’-এ ক্লিক করুন এবং ‘ফোল্ডার’ অপশন নির্বাচন করুন। তারপর পুরোনো জীবনবৃত্তান্তের ওয়ার্ড ফাইল আপলোড করুন এবং ‘আই নিড হেল্প ইমপ্রুভিং মাই সিভি’ প্রম্পট লিখুন। চ্যাটজিপিটি এই তথ্য সম্পাদনা করে নতুন জীবনবৃত্তান্ত প্রস্তুত করবে এবং বানানের ভুলও সংশোধন করবে। এরপর, সিভির তথ্যগুলো মাইক্রোসফট ওয়ার্ডে কপি করে সাজিয়ে নিন।
নতুন জীবনবৃত্তান্ত তৈরি
নতুন সিভি তৈরির জন্য চ্যাটজিপিটি ব্যবহার করে জীবনের বিভিন্ন অংশ আলাদাভাবে লেখার সুযোগ রয়েছে। সিভির নির্দিষ্ট অংশের জন্য আলাদা প্রম্পট লিখুন, যেমন ‘অধ্যায় সম্পর্কে তথ্য দিন’। চ্যাটজিপিটি সেই অনুযায়ী অংশগুলো তৈরি করবে। এরপর, ‘ক্যান ইউ সাজেস্ট ওয়েইস টু ইম্প্রুভ দ্য ওভারঅল ফ্লো অ্যান্ড কনসিসটেন্সি অব দিজ সিভি’ প্রম্পট ব্যবহার করে সিভির উপস্থাপন পদ্ধতি উন্নত করুন। এভাবে, সিভির তথ্যগুলো আকর্ষণীয়ভাবে সাজানো যাবে। তথ্যগুলো মাইক্রোসফট ওয়ার্ডে কপি করে ফাইনাল সিভি প্রস্তুত করুন।
চ্যাটজিপিটি আপনার সিভি তৈরির প্রক্রিয়াকে সহজতর এবং আরো কার্যকরী করে তুলবে, যা আপনার প্রফেশনাল ইমেজ বৃদ্ধি করতে সাহায্য করবে।
আপনার মতামত লিখুন :