সর্বশেষ :

বিড়াল ছানা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৪ । ৬:৫৬ অপরাহ্ণ
বিড়াল ছানা
সংগৃহীত ছবি

শাহজালাল সুজন

বিড়াল ছানা বিড়াল ছানা

মেউ মেউ স্বরে ডাকো,

যেয়ো নাকো বাড়ির বাহির

আমার সাথেই থাকো।

হুতুম পেঁচা গাছের ডালে

শিকার পেতে রয়,

সুযোগ পেলে তোমার কিন্তু

আছে প্রাণ সংশয়।

যতই তুমি লেজ নাড়িয়ে

দেখাও বাহাদুরি,

আদর করে পুষি বলেই

করো সিনা জুড়ি।

দুধ ভাত খেয়ে শান্ত থাকো

ছাড়িয়ো না হাঁক,

মাঝে মধ্যে ইঁদুর শিকার

আসন ঘরের তাক।

বেশি বড়াই হলে তোমায়

ছাড়তে হবে বাড়ি,

আর পাবেনা সঙ্গ আমার

তোমার সাথে আড়ি।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১