মামুন মোল্যা
বাংলার মাথায় কে উঠেছে
কে উঠাইছে ক্ষমতায়?
স্বাধীন দেশটির রক্ত শুষে
মাথায় উঠে নাচায়।
জোয়ার ভাটায় একই জল
চরিত্র সব হায়েনার
জোকের মত চুমুক ধরে
বিচ্ছিন্নে রক্ত ঝরে।
জীবন ঝরে শত শত
মায়ের কোল খালি
স্বাধীন দেশে পরাধীন মোরা
যুদ্ধের কথা বলি।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :