সর্বশেষ :

হ্যারি-মেগানকে নির্বাসন করার ইচ্ছা ট্রাম্পপুত্রের


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৪ । ৯:০৮ অপরাহ্ণ
হ্যারি-মেগানকে নির্বাসন করার ইচ্ছা ট্রাম্পপুত্রের
সংগৃহীত ছবি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প জানিয়েছেন, তার বাবা পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র সরকার প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে আনন্দের সঙ্গে নির্বাসনে পাঠাবে।

এরিক ট্রাম্প সম্প্রতি জিবিনিউজ ডটকমকে দেয়া এক সাক্ষাত্কারে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে কটাক্ষ করে ‘নষ্ট আপেল’ বলে অভিহিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অতি আনন্দের সঙ্গে হ্যারি ও মেগানকে যুক্তরাজ্যে ফেরত পাঠাবে, যদিও যুক্তরাজ্যের মানুষ তাদের দেখতে চায় না।

এরিকের এমন মন্তব্য তার বাবা ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকেই প্রতিধ্বনিত করেছে। এরিক আগেও প্রিন্স হ্যারিকে নির্বাসনে দেয়ার পরামর্শ দিয়েছিলেন, যদি তার বাবা নভেম্বরে পুনরায় নির্বাচিত হন। ডোনাল্ড ট্রাম্পও এ বছর প্রিন্স হ্যারির সম্ভাব্য নির্বাসনের কথা তুলে ধরেছিলেন, যখন তিনি দাবি করেন যে, হ্যারি তার ভিসা আবেদনে অতীত মাদক সেবন সম্পর্কে মিথ্যা বলেছিলেন।

যারা প্রিন্স হ্যারির স্মৃতিকথা ‘স্পেয়ার’ পড়েননি, তাদের জন্য এটি শকিং হতে পারে যে, হ্যারি স্বীকার করেছেন তিনি কোকেন এবং সাইকেডেলিক মাশরুমসহ বিভিন্ন মাদক গ্রহণ করেছিলেন। যা তাকে ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য করে তুলতে পারে।

হ্যারি বর্তমানে ক্যালিফোর্নিয়ার মন্টেসিটো শহরে বিলাসবহুল জীবনযাপন করছেন। সেখানে তিনি তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে একটি ৯ বেডরুমের প্রাসাদসম বাড়িতে বসবাস করছেন। ওই এলাকায় রব লো, অপরাহ উইনফ্রে, এলেন ডিজেনারেস এবং অ্যাডাম লেভাইনের মতো বিখ্যাত তারকারা বসবাস করেন।

তথ্য সূত্র: এনডিটিভি

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১