সর্বশেষ :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকা; উত্তরা থেকে আটক


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৪ । ৮:৩৯ অপরাহ্ণ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকা; উত্তরা থেকে আটক

রাজধানীর উত্তরা এলাকায় এক বস্তা টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে ছাত্র-জনতা। বুধবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা-ময়মনসিংহ সিগন্যালের হাউসবিল্ডিং এলাকায় (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৫৮১) গাড়িটিকে আটক করা হয়।

ফারদিন নামের এক ছাত্র জানান, গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করা হয়।

সরেজমিনে দেখা যায়, গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে ঘিরে রেখেছেন ছাত্ররা। শেষ খবর অনুযায়ী বিকাল ৪টা ৫০ মিনিটে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। ছাত্ররা জানায়, গাড়ির চালক পালিয়ে গেছে।

উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছিল। আটক ব্যক্তি দাবি করেন, টাকাগুলো তার অফিস কর্মচারীদের বেতন বাবদ। তিনি জানান, বস্তায় আড়াই কোটি টাকা রয়েছে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১