সর্বশেষ :

সিরিজ বাঁচানোর লড়াইয়ে ভারতের বড় ব্যাটিং বিপর্যয়


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৪ । ৯:১৩ অপরাহ্ণ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে ভারতের বড় ব্যাটিং বিপর্যয়

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাঁচাতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি ২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিপদে পড়েছে কোহলিরা।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকা ৭ উইকেটে ২৪৮ রান করে।

দুর্দান্ত ব্যাটিং করেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ওপেনার অভিস্কা ফার্নান্দো। তিনি ১০২ বলে ৯টি চার এবং দুটি ছক্কার সাহায্যে ৯৬ রান করে ফেরেন। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি।

৮২ বলে চার বাউন্ডারিতে ৫৮ রান করেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা কুশাল মেন্ডিস। ৬৫ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৫ রান করে ফেরেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। ভারতের হয়ে ৫৪ রানে ৩ উইকেট নেন রায়ান পরাগ।

৩০০ বলে ২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং তাণ্ডব শুরু করেছিলেন ওপেনার রোহিত শর্মা। ৪.৩ ওভারে দলের সংগ্রহ ছিল ৩৭ রান। এরপর লংকান অফ স্পিনার দুনিথ ওয়ালালাগের বলের বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত।

উদ্বোধনীতে ৩৭ রান করার পর মাত্র ৬৪ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ভারত।

১৪ বলে মাত্র ৬ রানে ফেরেন ওপেনার শুভমান গিল। ২০ বলে ৬টি চার আর এক ছক্কায় ৩৭ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ৯ বলে ৬ রানে ফেরেন ঋষভ পন্থ।

সাবেক অধিনায়ক বিরাট কোহলি ১৮ বলে ২০ রানে আউট হন। ৭ বলে মাত্র ২ রানে ফেরেন অক্ষর প্যাটেল। ৭ বলে ৮ রানে ফেরেন শ্রেয়াস আইয়ার। ১৩ বলে ১৫ রানে ফেরেন রায়ান পরাগ।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে ২৩০ রান করে শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে ৪৭.৫ ওভারে ২৩০ রানে অলআউট হয় ভারত, এবং ম্যাচটি টাই মীমাংসা হয়।

দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে। টার্গেট তাড়া করতে নেমে ভারত ৪২.২ ওভারে ২০৮ রানে অলআউট হয়।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১