সর্বশেষ :

শিক্ষার্থীদের সঙ্গে সড়ক পরিষ্কার করতে চান অভিনেত্রী ইভানা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৪ । ৯:০২ অপরাহ্ণ
শিক্ষার্থীদের সঙ্গে সড়ক পরিষ্কার করতে চান অভিনেত্রী ইভানা
সংগৃহীত ছবি

বর্তমানে বাংলাদেশের সড়কে একটি ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা রাস্তা পরিষ্কার করা থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ পর্যন্ত সবকিছু সামলাচ্ছেন। এরই মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। সামাজিক মাধ্যমে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

পারসা ইভানা লিখেছেন, “উত্তরায় সড়ক পরিষ্কার করার জন্য অথবা দেয়ালে রঙ করার কাজে আমি সাহায্য করতে পারি।”

পোস্টটির কমেন্টে ব্যাপক আগ্রহ প্রকাশ করে পারসা আবারও লেখেন, “একটা বিশ্বস্ত সোর্স দরকার, আমাকে জানান আপনারা- কোথায় আসতে হবে।”

এই পোস্টের পর প্রশংসায় ভাসছেন পারসা ইভানা। তার উদ্যোগ দেখে তার অনুরাগীরা সাধুবাদ জানাচ্ছেন। এর আগে সামাজিক মাধ্যমে ছাত্রদের রাস্তা পরিষ্কার করার কাজের কিছু ছবি পোস্ট করে পারসা লেখেন, “আমরাই বাংলাদেশ।”

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে টানাপোড়েন চলছিল শেখ হাসিনা সরকারের। শেষপর্যন্ত এক দফা সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা পদত্যাগ করেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১