যশোরে যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। বুধবার শহরের বিভিন্ন সড়কে এই চিত্র দেখা গেছে। শহরের চৌরাস্তা, চিত্রা মোড়, দড়াটানা, কোর্ট মোড়ে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের মতো ছাতা মাথায় ও লাঠি হাতে রাস্তায় দাঁড়িয়ে যানজট নিরসনে নিরলস পরিশ্রম করছে।
শহরবাসী তাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং অনেকেই ঠান্ডা পানি, বিস্কুট ও ফল কিনে দিয়ে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেছেন। অল্প বয়সী শিক্ষার্থীদের এই দায়িত্ববোধের প্রশংসা করেছেন সবাই। যানজট নিরসনের পাশাপাশি মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করার এবং সাবধানে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছেন শিক্ষার্থীরা।
একই সাথে, যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থাপনা ও সড়ক পরিষ্কার করতে শিক্ষার্থীরা কাজ করছে। বুধবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা, প্যারিস রোড, কোর্ট মোড়, চৌরাস্তা, চার খাম্বার মোড়সহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। ছোট ছোট দলে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা রাস্তা ঝাড়ু দেওয়ার পাশাপাশি স্তুপকৃত ময়লা ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে ফেলে দিচ্ছে।
এ সময় শিক্ষার্থীরা শহরবাসীকে পরিচ্ছন্ন শহর গড়ার আহ্বান জানান। তারা বলেন, “আমরা যেমন আন্দোলন করে স্বৈরাচার সরকারকে পদত্যাগ করিয়েছি, তেমনি পরিচ্ছন্ন একটি বাংলাদেশও উপহার দিতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার পাবে বলে আশা রাখি। আমরা হয়তো আগামীকাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবো। আমরা পরিচ্ছন্ন ও সবুজ-শ্যামল একটি বাংলাদেশ উপহার দিতে চাই।”
আপনার মতামত লিখুন :