সর্বশেষ :

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন জাবির ভিসি ও রেজিস্ট্রার


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৪ । ৯:২৬ অপরাহ্ণ
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন জাবির ভিসি ও রেজিস্ট্রার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্রফেসর মো. নূরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান পদত্যাগ করেছেন। বুধবার ব্যক্তিগত কারণ উল্লেখ করে তারা পদত্যাগপত্র জমা দেন।

প্রায় দেড় মাস পর আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।

বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। নিয়মিত বৈধ শিক্ষার্থীরা নিজ পরিচয়পত্র প্রদর্শন করে হলে প্রবেশ করতে পারবে। সাবেক শিক্ষার্থী ও বহিরাগতরা কোনোভাবেই হলে থাকতে পারবে না। এ বিষয়ে হল প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

অফিস আদেশে আরও বলা হয়, আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম (উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রাম ব্যতীত) যথারীতি চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষা কার্যক্রম যথারীতি চালু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১