শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতেতে সরকার পতনের এক দফা দাবির আন্দোলনে নিহত শিক্ষার্থীসহ সকল শহীদদের জন্য ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকায় বাংলাদেশ জামায়াত ইসালম কমলগঞ্জ উপজেলা শাখা উদ্যোগে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ই আগস্ট) বাদ আছর ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকায় বাংলাদেশ জামায়াত ইসালম কমলগঞ্জ উপজেলা শাখা উদ্যোগে এ নামাজ হয়।
এ সময় গায়েবানা জানাজার নামাজ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাও নোমান বশির।
এছাড়াও কমলগঞ্জ ইসলামী ছাত্র শিবির ও জামায়াতে ইসলামীর উদ্যোগে গায়েবানা জানাজার নামাজের আগে বক্তব্য দেন ইসলামি ছাত্র শিবির নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমলগঞ্জের সমন্বয়ক, কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সহকারী সুপার, কমলগঞ্জ উপজেলা জামায়াতের ইসলামীর সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম ও আমির মোঃ মাসুক মিয়া প্রমুখ।
উল্লেখ্য যে, গায়েবানা জানাজার নামাজে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার শত শত মানুষ অংশ নেয়।
আপনার মতামত লিখুন :