সর্বশেষ :

বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা সজীব হালদার আটক


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৪ । ৯:১৮ অপরাহ্ণ
বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা সজীব হালদার আটক

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকা নবাবগঞ্জ বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীব হালদারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দুপুর দুইটার সময় পাসপোর্ট নিয়ে ভারতে যাওয়ার সময় যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ানের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করে। বিজিবি তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ছাত্রলীগের সভাপতি সজীব হালদারকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সকল সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। তিনি আরও বলেন, “এইসব সীমান্ত দিয়ে আওয়ামী লীগের কোন জনপ্রতিনিধি বা সাবেক কোন প্রতিনিধি অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে সে ক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তে প্রত্যেক বিওপি পোস্টে পেট্রোল ও অতিরিক্ত বিজিবি মোতায়ন করা হয়েছে।”

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১