ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এবং হাসপাতালের নাম মুছে ফেলে নতুন সাইনবোর্ডে ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ লেখা হয়েছে। নতুন সাইনবোর্ডের নিচে হাসপাতালের সব কর্মকর্তা ও কর্মচারীদের নাম লেখা রয়েছে।
বুধবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দীপক কুমার এই তথ্য নিশ্চিত করেন।
ডা. দীপক কুমার বলেন, “নতুন সাইনবোর্ডে সব কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের নাম লেখা থাকলেও এটি আমাদের কেউ পরিবর্তন করেছে বলে জানা নেই। শুনেছি, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও স্থানীয় জনতা মঙ্গলবার সন্ধ্যায় পরিবর্তন করেছেন। আমরা চাকরি করি বলে ইচ্ছেমতো নাম পরিবর্তন করতে পারি না। এটি পরিবর্তন করতে পারেন সরকার। তবে আমাদের কিছু কর্মকর্তা-কর্মচারী এই সাইনবোর্ড পরিবর্তনের সঙ্গে যুক্ত আছেন কি না, সেটা ভালো করে জেনে জানাতে পারব।”
আপনার মতামত লিখুন :