সর্বশেষ :

বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৪ । ৮:২৪ অপরাহ্ণ
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এবং হাসপাতালের নাম মুছে ফেলে নতুন সাইনবোর্ডে ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ লেখা হয়েছে। নতুন সাইনবোর্ডের নিচে হাসপাতালের সব কর্মকর্তা ও কর্মচারীদের নাম লেখা রয়েছে।

বুধবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দীপক কুমার এই তথ্য নিশ্চিত করেন।

ডা. দীপক কুমার বলেন, “নতুন সাইনবোর্ডে সব কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের নাম লেখা থাকলেও এটি আমাদের কেউ পরিবর্তন করেছে বলে জানা নেই। শুনেছি, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও স্থানীয় জনতা মঙ্গলবার সন্ধ্যায় পরিবর্তন করেছেন। আমরা চাকরি করি বলে ইচ্ছেমতো নাম পরিবর্তন করতে পারি না। এটি পরিবর্তন করতে পারেন সরকার। তবে আমাদের কিছু কর্মকর্তা-কর্মচারী এই সাইনবোর্ড পরিবর্তনের সঙ্গে যুক্ত আছেন কি না, সেটা ভালো করে জেনে জানাতে পারব।”

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১