সর্বশেষ :

ড. ইউনূসের সঙ্গে আলোচনা সম্পর্কে জানালেন সেনাপ্রধান


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৪ । ৮:১০ অপরাহ্ণ
ড. ইউনূসের সঙ্গে আলোচনা সম্পর্কে জানালেন সেনাপ্রধান

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার আলোচনার বিষয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এদিন তাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবহিত করেন সেনাপ্রধান।

সেনাপ্রধান জানান, ড. ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তিনি আগামীকাল দুপুর ৩টা ১০ মিনিটে বাংলাদেশে পৌঁছাবেন এবং সেনাপ্রধান তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার বিষয়ে অবহিত করা হলে তিনি আনন্দের সঙ্গে এটি গ্রহণ করেন। তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে।”

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে প্রায় ৪০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন।

এটি ড. ইউনূসের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং দেশের জন্য একটি নতুন দিক নির্দেশনার সূচনা হতে যাচ্ছে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১