সর্বশেষ :

গণতন্ত্র ও দেশের মালিকানায় আপস নয়: আমীর খসরু


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৪ । ৮:০০ অপরাহ্ণ
গণতন্ত্র ও দেশের মালিকানায় আপস নয়: আমীর খসরু
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র ও বাংলাদেশের মালিকানার প্রশ্নে কোনো আপস নেই। তিনি বলেছেন, দেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক, রাজনৈতিক, আর্থিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে এবং কোনো বৈষম্য রাখা যাবে না।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার দলটির সমাবেশে আমীর খসরু এসব কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যাদের মাধ্যমে ফিরে পেয়েছি, তাদের স্বাগতম জানাচ্ছি, ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছি। তাদের পরিবারের প্রতি অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতা অর্জন করেছে। আমাদের ছাত্ররা, শিশুরা প্রাণ দিয়েছে। এতবড় হত্যাকাণ্ড আর ইতিহাসে ঘটেনি। যারা প্রাণ দিয়েছেন, তারাই মূল নায়ক এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে। ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা প্রথমবার দেখেছি।”

আমীর খসরু আরও বলেন, “গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস করা যাবে না। বাংলাদেশের মালিকানা প্রশ্নে কোনো আপস করা যাবে না। নতুন বাংলাদেশ গড়ার জন্য, ফ্যাসিস্ট সরকারের দালালরা বিভিন্ন জায়গা থেকে সমস্যা সৃষ্টি করছে। সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ করতে হবে এবং তাদের ব্যক্তিগত সম্পত্তি রক্ষার দায়িত্ব নিতে হবে।”

নয়াপল্টনে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১